
তাসকিন সুস্থ হতে ইংল্যান্ড যাচ্ছেন

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার লাল-সবুজ দেশে পৌঁছাবে দিমুথ করুনারত্নেরা। তার আগে শুধু দল থেকে ছিটকে যাননি তাসকিন আহমেদ, দেশও ছাড়ছেন তিনি। সুস্থ হতে শনিবার ইংল্যান্ডের বিমান ধরবেন টাইগার পেসার।
কাঁধের ইনজুরিতে পড়েছেন তাসকিন। পুরনো এই চোট তাকে নতুন করে ভোগাচ্ছে। বাংলাদেশের সবশেষ সিরিজে কাঁধে অস্বস্তি অনুভব করেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে ডারবান টেস্টে ব্যথা নিয়েই বল করেন তাসকিন। পরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ফেরেন বাংলাদেশে। এর কয়েক সপ্তাহ পেরোলেও চোটমুক্ত হতে পারেননি ডানহাতি পেসার। তাই উন্নত চিকিৎসার জন্য যাবেন ইংল্যান্ডে।
জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে তাসকিনের কাঁধে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসার প্রথম ধাপে ব্যবহার করা হতে পারে ইনজেকশন। সবটাই নির্ভর করছে চিকিৎসকের পরামর্শের ওপর।
১৪ বার ভিউ হয়েছে