পাকিস্তানের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ। প্রথমবারের মতো বাংলাদেশে গান গাইতে আসছেন তিনি। ইয়ামাহা মিউজিকের আয়োজনে আগামী ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি। কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, কনসার্টটি নিয়ে ইতোমধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে। আইমা বেগ ১৯৯৫ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা কেটেছে ওমানে। লাহোর বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে পড়েছেন। প্রথমে ২০১৪ সালে সাউন্ডক্লাউডে কয়েকটি গান প্রকাশ করেন আইমা। এরপর থেকে তিনি সামাজিকমাধ্যমে খ্যাতি অর্জন করেন। খানিকটা পরিচিতি পাওয়ার পর ‘দুনিয়া নিউজ’ চ্যানেলের কমেডি অনুষ্ঠান ‘মাজাক রাত’ অনুষ্ঠানে পাকিস্তানের কিংবদন্তি কমেডিয়ানদের সঙ্গে কাজ করেন তিনি। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাক করেন আইমা বেগ। এরপর ‘কালাবাজ দিল’, ‘এহলে দিল’ ও ‘বি-ফিকরিয়ান’ সিনেমাতে গান গেয়ে পাদপ্রদীপের আলোয় আসেন। এর মধ্যে ‘কালাবাজ দিল’ সিনেমাতে গান গেয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান। তার আরেকটি জনপ্রিয় গান ‘ইশক আতীশ’ রাশিয়ান একটি টেলিভিশন ধারাবাহিকে বাজানো হয়। গানটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। কোক স্টুডিও পাকিস্তানের তিনটি সিজনেও গেয়েছেন আইমা। এদিকে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ। তার কনসার্টটি অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.