
ডোমারে ৭নং বোড়াগাড়ী ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা ।

রবিউল হক রতন , ডোমার (নীলফামারী )প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২০-২১ইং অর্থবছর থেকে ২০২২-২০২৩ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মে) বেলা ১২ টায় বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা পরিবেশন করেন বোড়াগাড়ী ইউপি সচিব মাহাবুব ইসলাম।
৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন আ” লীগের সভাপতি মনছুর আলী, সহ-সভাপতি আব্দুল বারেক, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক আহমেদ, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য সমশের আলী, সংরক্ষিত নারী আসন ৭,৮,৯নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য ছবি রানী এবং ইউএসডি জানো প্রকল্পের কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ার মিলি রানী প্রমুখ।
এছাড়াও উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সকল ইউপি সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উক্ত বাজেট ঘোষণায় ২০২২-২০২৩ইং অর্থ বছরে বিভিন্ন উৎস থেকে সম্বম্ভ আয় ধরা হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ ৬৬ হাজার ৮শত ৫৯ টাকা এবং সম্বম্ভ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮১ লক্ষ ৪০ হাজার ২শত ৭৭টাকা।
এবিষয়ে ৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম রিমুন বলেন, ডোমার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন পরিষদ ভোগডাবুড়ী ইউনিয়ন এবং তার পরের স্থানে রয়েছে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ। সারা বাংলাদেশে জরিপের কাজ শুরু হয়েছে তিনি আশাবাদী এবারেও বোড়াগাড়ী ইউনিয়নে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এবারে যে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে আমি আশাবাদী তা পরিপূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবো।
২৪ বার ভিউ হয়েছে