শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ডোমারে রাসুল (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত ।

ডোমারে রাসুল (সা.) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত ।

 রবিউল হক রতন,ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডোমারের সহস্রাধিক মুসল্লি।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ডোমার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে সহস্রাধিক মুসল্লি নিয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার রেলগেট মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে  নেতা মোঃ সুমন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা রাকিব হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনু, এস.কে সোহেল, ডা. ওমর ফারুক, ছাত্রদল নেতা মজিদুল ইসলাম ও ছামিউল আরেফিন হৃদয় প্রমুখ। বক্তারা বলেন, আমরা হৃদয়ে রক্তক্ষরন নিয়ে এই ময়দানে হাজির হয়েছি। তারা আমাদের প্রিয় নবীর চরিত্র ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। আমরা ডোমারবাসী আজ থেকে ভারতীয় সকল পন্য বর্জন ও ভারত থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেন বন্ধের দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ডোমারের উৎপল নামের একজন অমুসলিম যুবক ইসলাম বিদ্বেষী ফেইসবুক স্টাটাস দেয়ায় তাকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাই।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS