
ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

রবিউল হক রতন ডোমার নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রদলের গুন্ডা বাহিনীর অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ । ৪জুন শনিবার সন্ধ্যায় ডোমার বাজার বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাটার মোড়ে আওয়ামী লীগের অফিস কার্যালয়ের সামনে পথ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে , উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান, উপজেলা তাঁতি লীগের সভাপতি শাহজাহান সরকার বুলু, ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, পৌর ছাত্র লীগের সভাপতি বিজয় রায় প্রমুখ বক্তব্য রাখেন । বক্তাগন বলেন, বিএনপির গুন্ডা বাহিনী কতৃক মাননীয় প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ধৃষ্টতা কারীদের আইনের আওতায় আনতে হবে ।বিএনপি পঁচাত্তরের হাতিয়ার কে আরও জাগিয়ে তোলার কথা বলায় তাঁর নিজেকে খুনির দল হিসেবে পরিচয় দিয়েছে ।
১৬ বার ভিউ হয়েছে