শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ডোমারে ডিএনসির অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডোমারে ডিএনসির অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রবিউল  হক  রতন, ডোমার (নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ১কেজি গাঁজা সহ হাতেনাতে মাদক ব্যবসায়ী জহুরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ছোট রাউতা সবুজপাড়ায় নিজ বাড়ি থেকে নীলফামারী ডিএনসি’র পরিদর্শক মোঃ আলমগীর পাশা এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে মাদক ব্যবসায়ী টুলু’র স্ত্রী মোছাঃ জহুরাকে ১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, জহুরার স্বামী টুলু এলাকার একজন  মাদক ব্যবসায়ী তার নামেও একাধীক মাদক মামলা রয়েছে।

নীলফামারী ডিএনসি’র পরিদর্শক মোঃ আলমগীর পাশা সংবাদকর্মীকে বলেন, আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ২০১৯ (৩৬) এর ক’ ধারায় ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আজ দুপুরে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

৮২ বার ভিউ হয়েছে
0Shares