
ডোমারের কেতকীবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রবিউল হক রতন ,ডোমার( নীলফামারী )প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ডোমার উপজেলা শাখার আওতাধীন ২নং কেতকীবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে এপ্রিল (বুধবার) বিকাল ৩ঘটিকায় কেতকীবাড়ী ইউনিয়ন বি,এন,পি’র নির্মাণাধীন কার্যালয়ে আয়োজিত কর্মী সম্মেলনে ডোমার উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডোমার উপজেলা বিএনপি’র উপজেলা সভাপতি ও ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম (কালু) প্রধান বক্তা ছিলেন ডোমার উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন।
ডোমার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রইসুল আলম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম আনু, সাবেক ছাত্রনেতা লোকমান হোসেন লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মমিনুর ইসলাম লেলিন, যু্গ্ম আহবায়ক রতন ইসলাম, যুগ্ম আহবায়ক লিটন ইসলাম, নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজওয়ানুল করিম সাজি, ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব আল আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিল পৃর্বের এই আলোচনায় বক্তারা সরকারের নানা অনিয়ম ও দূর্নীতি তূলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডোমার পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর কবির, কেতকীবাড়ী ইউনিয়ন বি,এন,পি’র ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান আলী রিমুন, ডোমার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম কাজল, উপজেলা জিসাস এর সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সহ কেতকীবাড়ী ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠনের তিন শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।