
ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কমর্সুচী

পটুয়াখালী প্রতিনিধ।। ৭১ টিভির বরগুনা জেলা প্রতিনিধি ইমরান হোসেন টিটু এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যা মামলার বাদী তথাকথিত সাংবাদিক চাঁদাবাজ সন্ত্রাসী মোঃ বাদল ওরূফে বাক্স বাদলের বিচার দাবীতে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলামের উপস্থাপনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সাবেক সভাপতি ও পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সহ-সভাপতি ও পটুয়াখালী সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব জালাল আহমেদ, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, ৭১ টিভির পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপনসহ আরো অনেকে।
৪ বার ভিউ হয়েছে