
ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরার পথে : শৈলকুপায় ছেলের চলন্ত মটোরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরার সময় শৈলকুপায় ছেলের চালানো মটোরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাধুহাটি কৌ পাড়া গ্রামের মৃত. ইব্রাহিম মোল্যার ছেলে আকরাম হোসেন বুধবার দুপুরে তার মা হাজেরা খাতুন (৫৫) কে নিয়ে লাঙ্গলবাঁধ বাজারে মা কেয়ারে হাসপাতালে ডাক্তার কিশোর কুমার কুন্ডুর কাছে দেখাতে যায়। ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় মাকে নিয়ে মটরসাইকেলে বাড়ি ফিরে আসার সময় লাঙ্গলবাঁধÑশৈলকুপা সড়কের কাশিনাথপুর নামক স্থানে চলন্ত মটরসাইকেল থেকে তার মা পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবেশি মনিরুজ্জামান সাচ্চু জানান ডাক্তার দেখিয়ে ছেলের সাথে মটরসাইকেলে বাড়ি আসার সময় মটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার ঘটনা সত্য।