
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জুন) দুপুরে উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকার উত্তর মন্ডলপাড়া গ্রামে এ দূর ঘটনা ঘটে। নিহত আল আমিন ইসলাম (২৭) কহরপাড়া এলাকার উত্তর মন্ডলপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে। এবং তিনি পেশায় কৃষক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি ও বজ্রপাতের সময় আল আমিন ফাঁকা মাঠে ঘাস কাটছিল। এক পর্যায়ে সে পাশের নালাতে মাছ মারার জন্য জাল ফেলতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন আল আমিনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
তিনি বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আল আমিনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে থানায় সাধারণ ডায়েরিতে তার পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
১০ বার ভিউ হয়েছে