
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি ; ঠাকুরগাঁও রোড ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার তিন টুকরো কাটা দেহ উদ্ধার করা হয়েছে। মৃত বৃদ্ধা উত্তর ঠাকুরগাঁও বকসের হাট গ্রামের ইউসুফ আলীর স্ত্রী রশিদা বেগম (৫৮)।
(শনিবার ১৪ মে) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেন ঠাকুরগাঁও প্লাটফর্ম ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আসি আমি ও আমার মা। তাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মায়ের পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে করে ঘটনা স্থলে মায়ের দেহ তিন টুকরা কাটা অবস্তায় মৃত্যু বরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
১২ বার ভিউ হয়েছে