শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

টিটিই শফিকুল ট্রেনে উঠেই ৯ হাজার টাকা জরিমানা করলেন

টিটিই শফিকুল ট্রেনে উঠেই ৯ হাজার টাকা জরিমানা করলেন

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর আবার ট্রেনে উঠে কাজ শুরু করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনের মাধ্যমে কাজ ফেরেন শফিকুল।
কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই টিকিট ছাড়া যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করেছেন প্রায় ৯ হাজার টাকা। এই সময় প্রতিবেদকের সঙ্গে আলাপ হয় টিটিই শফিকুলের। তিনি বলেন, ‘টিটি হিসেবে পুনরায় কাজের দায়িত্ব পাওয়ার পর আজ এর মধ্যে প্রায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছি। টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করে রেলের রেভিনিউ বাড়াতে ভূমিকা রাখতে পেরে খুশি আলোচিত এই টিকিট চেকার।
শফিকুল বলেন, ‘ট্রেনে আজ ৪ জন টিটি কাজ করছি। পুরো ট্রিপ শেষ হওয়ার পর বোঝা যাবে মোট কত টাকা জরিমানা আদায় হয়েছে। টিটি হিসেবে চাকরি পাওয়ার পর থেকেই আমি চেষ্টা করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। পেশাগত দায়িত্ব পালন করার জন্য আমাকে যখন যে ট্রেনে কাজ দেওয়া হবে, সেখানেই আমি দায়িত্ব সঠিকভাবে পালন করতে সচেষ্ট থাকব।’
সোমবার ( ৯ মে) পুনর্বহালের অফিস আদেশ পেয়ে দুপুর ১২টায় ঈশ্বরদী জংশন স্টেশনের রেলওয়ে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক কার্যালয়ে স্বপদে যোগদানের আবেদনপত্র জমা দেওয়ার পর ঈশ্বরদী হেডকোয়াটারের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম ট্রেনে টিকিট চেকিং করার অনুমতি পান।
রেলওয়ে সূত্রে জানা যায়, পাকশী বিভাগীয় রেলওয়ের ঈশ্বরদী হেডকোয়াটারের ভারপ্রাপ্ত টিটিই ইন্সপেক্টর বরকতুল্লাহ আলামিনের কাছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডার (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) দেয়া হয়। সোমবার (৯ মে) সকালে ঈশ্বরদী জংশন স্টেশন টিটিই অফিসে অফিসে উপস্থিত হয়ে যোগদানের আবেদন পত্রটি জমা দেওয়ার পর মঙ্গলবার (১০ মে) থেকে পুনরায়  দায়িত্ব পান তিনি।
রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলাম রোববার (৮ মে) দায়িত্বে পুনর্বহাল করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম কর্মস্থলে যোগদানের পরে তিনি নিজ ক্ষমতা বলে বিষয়টি সঠিক হয়নি বলে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে কর্মস্থলে যোগদানের নির্দেশ প্রদান করেন। এদিকে ওই ঘটনার তদন্ত কাজ চলমান রয়েছে এখনো।
বৃহস্পতিবার দিবাগত রাতে (৫ মে) খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে টিকেট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। এসি কেবিনের টিকেট না থাকার কারণে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) কে এম নুরুল আলম নির্দেশমতে বিনা টিকিটের যাত্রীদের গন্তব্যস্থল অর্থাৎ খুলনা থেকে ঢাকা পর্যন্ত জনপ্রতি ১৭৮১ টাকা। দ্বিগুণ ভাড়াসহ জরিমানা করার নিয়ম থাকলে তা না করে শুধু শোভন চেয়ারের টিকিট বানিয়ে এসি কেবিনে বসে যান তারা।
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে পরে অসদাচরণের অভিযোগ করলে রেলপথ মন্ত্রীর স্ত্রী শাম্মী আখতার মনির নির্দেশে রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে সাময়িক বরখাস্ত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন। এই ঘটনা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। আলোচনার মুখে পড়েন রেলমন্ত্রী ও তার স্ত্রীর স্বজনরা। পরে রেলমন্ত্রীর নির্দেশনায় থেকে শফিকুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা ( ডিসিও) মুহাম্মদ নাসির উদ্দিনকে শোকজ করে টিকিট পরীক্ষক( টিটিই) শফিকুল ইসলামকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করে রেলওয়ে কর্তৃপক্ষ।
১১৮ বার ভিউ হয়েছে
0Shares