
টাঙ্গাইলে ৩৬০১ পিস ইয়াবাসহ ১ কারবারি আটক

মির্জা শহিদুজ্জামান দুলাল জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ টাঙ্গাইল জেলার সদর থেকে ৩৬০১ পিস ইয়াবাসহ ১ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তি হলেন টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামের আঃ আজিজ মিয়ার ছেলে মোঃ আলম মিয়া (৪৫)। র্যাবের দাবী, আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে ৩৬০১ পিস ইয়াবা, ১টি মোবাইল জব্দ করা হয়। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, তিনি আরো জানান, আসামী মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছে। আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।