
টাঙ্গাইলের বসত বাড়িতে আগুন

মির্জা শহিদুজ্জামাান দুলাল জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে এক বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে ।
টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকা বাসীর সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার সার্ভিস আসার আগেই ঘরের মালামাল পুরে যায় । ঐ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করা ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মোঃ ইদ্রিস জানান, ঘরের ভিতর কেউ না থাকায় দরজা বন্ধ থাকায় ঘরে ঢুকে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লেগে যায় ,আগুন এখন নিয়ন্ত্রণে আছে আসেপাশে আগুন ছড়াতে পারেনি, সব কিছু দেখে প্রত্যক্ষ দর্শীদের সাথে কথা বলে জানা যাবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।