শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঝিনাইদহ শহরের তাসলীমা প্রাইভেট ক্লিনিকে রোগীর পেটের মধ্যে গজ রেখে সেলাই, শহর জুড়ে চলছে তোলপাড়!

ঝিনাইদহ শহরের তাসলীমা প্রাইভেট ক্লিনিকে রোগীর পেটের মধ্যে গজ রেখে সেলাই, শহর জুড়ে চলছে তোলপাড়!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরের তাসলীমা প্রাইভেট ক্লিনিকে রোগীর পেটের মধ্যে গজ রেখে সেলাই করার অভিযোগ উঠেছে। এঘটনায় শহর জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় তাসলীমা ক্লিনিকে ভুক্তভোগীদের প্রতিবাদ করতে দেখা যায়। রোগী স্মৃতী খাতুন সাংবাদিকদের জানায় গত ২৪শে এপ্রিল রবিবার ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের ইউছুফ হোসেনের স্ত্রী মোছাঃ স্মৃতী খাতুনের (১৯) ঝিনাইদহ শহরের তাসলীমা প্রাইভেট ক্লিনিকে সিজার করা হয়। তার সিজার করেন ডাঃ আঃ খালেক।

সিজারের কয়েক দিন পর রোগী স্মৃতি খাতুনকে ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে গিয়ে রোগী স্মৃতি খাতুন তার পেটের মধ্যে প্রচন্ড ব্যাথায় কাতর হয়ে পড়েন। তার পেট ফুলে যায়। এঘটনায় তার পরিবার তাকে নিয়ে ১লা মে রবিবার বিকালে তাসলীমা ক্লিনিকে আসেন। এসময় ডাঃ আঃ খালেক অপরেশান থিয়েটারে নিয়ে পুনরায় তাকে অপরেশান করে। সেসময় স্মৃতি খাতুনের সম্মুখেই তার পেট থেকে গজ বের করা হয়। এঘটনায় স্মৃতী খাতুনের স্বামী ইউছুফ বলেন স্মৃতীর পেটের ক্ষতস্থানে আবারো অপরেশন করা হয়েছে।

এই মুহুর্তে তাকে পুনরায় আল্ট্রাসানো করা খুবই সমস্যা। তারপরেও আল্ট্রাসানো করে দেখার পরেই ডাঃ আঃ খালেকের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। এবিষয়ে ডাঃ আঃ খালেক তার বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ অস্বীকার করে পুনরায় আল্ট্রাসানোগ্রাম করে নিশ্চিত হয়ে বক্তব্য দিবেন মর্মে সাংবাদিকদের জানায়। এবিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন বরাবর অভিযোগের দরখাস্ত করার পর তদন্ত কমীটি গঠন করে ব্যাবস্থা নেয়া হবে মর্মে পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডাক্তার সুভ্রা রানী বলেন, অভিযোগ দিলেই ব্যাবস্থা না দিলে আমরা কিছুই করতে পারবনা। এদিকে ১০টি বেডের অনুমতি নিয়ে ঝিনাইদহ শহরের প্রাইভেট ক্লিনিক গুলো অগনিত বেড ব্যাবহার করে। যেটা মারাত্বক অপরাধ। আর এসব অপরিচ্ছন্ন ক্লিনিক ব্যাবসায়ীদের বিরুদ্ধে ও দোষী ডাক্তারদের বিরুদ্ধে এখনই ব্যাবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন স্থানীয় আমজনতা।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS