শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করে তারা। এতে সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি সম্বলিত শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সমস্যা সমাধানে জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ স্থগিত করে কলেজে ফিরে যায়। শিক্ষার্থীরা জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রী দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স এন্ড এএইচএস ডিগ্রী প্রদান করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকুরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মূখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রীর দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবি মেনে না নিলে তারা তাদের আন্দোলন চিোয় যাবে বলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন । এই দাবিতে তারা গত ১২ জুন মানববন্ধনের মধ্য দিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS