স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (১৭ মে) ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহসভাপতি মকবুল হোসেন, এ্যাডঃআজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিছুর রহমান খোকা, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ আব্দুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক জে এম রাশীদুল আলম রশীদ, সদর পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, রানা হামিদসহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জেলা নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন। আগামী ১৫ জুন ঝিনাইদহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ পৌরসভায় ভোট প্রায় লাখের কাছাকাছি।
আওয়ামীলীগ নেতারা বলছেন এই নির্বাচনে যদি আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাধে-কাধ মিলিয়ে কাজ করেন তাহলে এর সুফল পাওয়া যাবে আগামী সংসদ নির্বাচনে। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জেলা আওয়ামীলীগ আপ্রাণ চেষ্টা করবে খালেক ভাইকে জয়ের জন্য। একই ভাবে যদি পৌর আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল ইউনিট কাজ করে তবে নৌকার জয় নিশ্চিত। খালেক ভাই ভালো মানুষ, তাকে সবাই পছন্দ করেএখনআমাদের কাধে-কাধমিলিয়েকাজকরতেহবে। নৌকার প্রার্থী আব্দুল খালেক বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ করেআসছি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই দলের সাথে আছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক আমানত হিসাবে দয়েছেন। আমি দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করবো সবাই জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আমার কোন ভুলত্রæটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.