স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাজমুল হাসানসহ দুইজন। রোববার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুল লতিফ ও আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.