স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মঙ্গলবার সকালে বিয়ের দাবীতে ওই যুবকের বাড়িতে অনশন করেছে ওই স্কুলছাত্রী। পরে সেখান থেকেও তাড়িয়ে দেওয়া হয়। জানা যায়, ঝিনাইদহ পৌরসভার পবহাটি এলাকার দুবাই প্রবাসীর ৯ম শ্রেণীতে পড়–য়া ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের জের ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলে একই গ্রামে জামতলা এলাকার মৃত মসলেম বিশ^াসের অনার্স পড়–য়া ছেলে পিয়াস বিশ^াস (২২)।
বিয়ে করার আশ^াস দিয়ে কয়েকবার তাকে ধর্ষণ করেছে। সর্বশেষ সোমবার রাত ১১ টার দিকে মোবাইলে তাকে ডেকে নিয়ে বাড়ির পাশের মাঠে নিয়ে যেতো। ঘটনাচক্রে একদিন আশপাশের লোকজন টের পেয়ে গেলে পিয়াস সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকে পিয়াস মেয়েটিকে বিয়ে করেত অস্বীকার করে। এদিকে বিয়ের দাবীতে মেয়েটি গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিয়াসের বাড়িতে অবস্থান নেয়।
কিন্তু পিয়াসে স্বজন এ সমস্যার সমাধান না করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। নির্যাতিতার মা বলেন, আমার মেয়েকে পিয়াস বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে।
আমি ওই লম্পটের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.