শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঝিনাইদহে চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঝিনাইদহে চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঝিনাইদহে চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের ফ্যামেলি জোন পার্টি সেন্টারে চ্যানেলের দশ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিমসহ বিভিন্ন গনমাধ্যম কর্মী, ক্যাবল নেটওয়ার্কের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা রিপোর্টার সাদ্দাম হোসেন। এসময় বক্তারা, প্রতিষ্ঠাকাল থেকে তথ্যনির্ভর সংবাদ পরিবেশ করায় চ্যানেল টোয়েন্টিফোর’র কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে আগামী দিনে দেশের উন্নয়নে অনিয়ম, দুর্নীতি, সম্ভবনা ও উন্নয়ন নিয়ে আরো বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS