
ঝিনাইদহে গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে আশ্রায়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলায় ঘর হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেখানে আমন্ত্রিত অতিথিরা ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘরের চাবি ও দুই শতক জমির দলিল তুলে দেন। এবার জেলার ৬ উপজেলায় ২৫৭ টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
১ বার ভিউ হয়েছে