
ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ফ্রি চিকিৎসার ও ওষুধ বিতরণ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠি অসহায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবার ও ওষুধ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় শহরের ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার উদ্যোগে দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু। আলোচনা সভায় উপস্থিত প্রবীনরা ঝালকাঠিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি সরকারী জমি বরাদ্দের দাবি জানান। উল্লেখ্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি শুক্রবার এই চিকিৎসেবা প্রদান করা হবে।