রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলার সদরের উপজেলাধীন নবগ্রাম মডেল হাই স্কুল এ্যান্ড কলেজেরএকাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের আয়োজনে এ উপলক্ষে ৮ মে রবিবার সকাল ১১টায় কলেজের সভাকক্ষে প্রতিষ্ঠান প্রধান আক্তার হোসেন ও ইংরেজী শিক্ষিকা রিফাতা মোতালেবের যৌথ সঞ্চালনায় নবগ্রাম মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পরিষদ কমিটির সভাপতি জিনাত তাজমিন লিলি’র সভাপতিত্ব করেন।
প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মো: ফেরদৌসের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মদ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তেলোয়াত শেষে অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানে শিক্ষিকা পূরবী বড়াল পবিত্র্র গীতা পাঠ করেন।
পরে প্রতিষ্ঠান প্রধানের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি জিনাত তাজমিন লিলি ও বিদ্যলয়ের প্রাক্তন ছাত্রী ছায়িদা সুলতানা এলাচি নবাগত ছাত্রছাত্রী সহ উপস্থিত অতিথি ও অবিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে বরন করেন। নবগ্রাম মডেল হাই স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবগ্রাম মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের প্রক্তন শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান, নবগ্রাম মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের প্রক্তন শিক্ষার্থী শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নবগ্রাম মডেল হাইস্কুল এ্যান্ড কলেজের প্রক্তন শিক্ষার্থী জেলা আওয়ামীলীগ যুগ্নসাধারন সম্পাদক ও নবগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, সমাজ সেবক আনিচুল হক মিঞা, মো: আলী আজগর ফকির, মো: হেমায়েত উদ্দিন আকন, মো: ফজলুল হক সরদার, ফরিদুল ইসলাম খসরু, বীর মুক্তিযো্দ্ধা খান মনোয়ার হোসেন পান্নু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: মজিবর রহমান মোল্লা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে পর্যায় ক্রমে এমপিও ভুক্ত করন, জাতীয়করন সহ সব ধরনের সহযোগীতা করে আসছেন। তাই ছেলে মেয়েদের সু-শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.