
ঝালকাঠিতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ (৭০) নিহত হয়েছে। রোববার দুপুর ৩টার দিকে পৌর এলাকার কৃষ্ণকাঠি গুরুধামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফিরোজ হাওলাদার বলেন, গুরুধাম ব্রিজের ডালে গরুর হাটের সামনে রাস্তা পাড় হওয়ার সময় এক পথচারীকে ধাক্কা দেয় বাসষ্ট্যান্ড দিক থেকে শহরের দিকে আসা দ্রæতগামী একটি লাল আরটিআর মোটরসাইকেল। ওই পথচারী ছিটকে সড়কের উপড়ে পড়ে যায়। তখন ওই মোটরসাইকেলের চালক দ্রæত চালিয়ে চাঁদকাঠির দিকে চলে যায়। এর প্রায় ২শ গজ দূরে গিয়ে আরেক বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। তখন বাইক চালক যুবক নিজেও ছিটকে পরে যায়।
প্রত্যক্ষ্যদর্শী রাজু খান বলেন, স্থানীয়রা ঘাতক বাইক চালক দিনশান জয় কায়েদ নামের যুবককে দিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুপুর ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজীলা আক্তার বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ততক্ষণে ঘাতক বাইক চালক দিনশান জয় কায়েদ হাসপাতার থেকে সটকে পরে। পুলিশ নিহতের লাশ তাদের জিম্মায় নিয়ে সুরতহাল করে।
নিহত বৃদ্ধার নাম এনছাব আলী মোল্লা (৭০) গ্রাম দেউড়ি পোনাবালিয়া ইউনিয়নের বাসিন্দা। ঘটনায় নিহতে ছেলে মো.জাহাঙ্গীর হোসেন মোল্লা বাদী হয়ে মটরসাইকেল চালক যুবক দিনশান জয় কায়েদ (১৭) পিতা মো.কবির হোসেন,কৃষ্ণকাঠি মানপাশা টেম্পুষ্ট্যান্ড কে আসামী করে মামলা দায়ের করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, নিহত বৃদ্ধা এনছাব আলী মোল্লা সড়ক মহাসড়কে ভিক্ষা করতো, তার বাড়ি পোনাবালিয়া দেউড়ি গ্রামে। এঘটনায় তার ছেলে মো.জাহাঙ্গীর হোসেন মোল্লা বাদী হয়ে, আসামী দিনশান জয় কায়েদ বয়স (১৭)পিতা মো.কবির হোসেন,কৃষ্ণকাঠি মানপাশা টেম্পুষ্ট্যান্ড।