শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.জোহর আলী। উদ্বোধন শেষে আলোচনা সভা এবং জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হয়ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদচেয়ারম্যান খান আরিফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার,ইসরাত জাহান সোনালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর সককারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো.জোহর আলী বলেন, ঘরে বসে সেবা নিতে সরকার সবকিছু অনলাইন করে দিয়েছে। কিন্তু এখনো অনেকে অনরাইন সেবা নিতে অন্যের দারস্থ হচ্ছেন। আর সে সুযোগে একটি চক্র সেবা গৃহীতাদের ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে ই-সেবা গ্রহন সম্পর্কে ভালো ভাবে জানতে হবে। ডিসি আরো বলেন, একটা সময় ভূমি অফিস হবে দুর্নাম মুক্ত।

পরে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।#

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS