গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি সার্কিট হাউজ মিলনায়তে এ কর্মশালার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশ আরো এগিয়ে যাবে। তিনি আরো বলেন, এই উদ্ভাবনী উদ্যোগগুলো একটির সাথে অন্যটির মিল রেখে তৈরি করা হয়েছে যা দেশের সকল আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের ১০টি গ্রæপে ভাগ করে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সমস্যা এবং এ থেকে উত্তরনের উপায় সমূহ প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.