শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঝালকাঠিতে নৌকা ডুবিতে বিএম কলেজ ছাত্র নিখোঁজ

ঝালকাঠিতে নৌকা ডুবিতে বিএম কলেজ ছাত্র নিখোঁজ

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর সোনার বাংলা নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ রয়েছে। শনিবার ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমন বের হন। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মোঃ রিফাত বিন আলিফ (১৮) সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। মোঃ রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার পুত্র। সে বরিশাল বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।সাঁতরিয়ে উঠা অন্যরা হলেন মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস এর সকলে বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একে অপরের বন্ধু।এ ঘটনার পর কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকালে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ হন।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন জানান, ইফতারের পরে তালগাছিয়া গ্রামের মোঃ রিফাত বিন আলিফ, মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস মিলে নৌকায় নদীতে ভ্রমনকালে নৌকা ডুবে রিফাত নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS