
জুয়া খেলার রিপোর্ট করায় সাংবাদিকের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা।

লালমনিরহাট প্রতিনিধি। আজহার আলীর ছেলে মশিউর (২৮) ও মোঃ সুলতান আলীর ছেলে রফিকুল (৩০) ও শফিকুল ইসলাম (২৮) তাদের বিরুদ্ধে জুয়ার খবর ছড়ানোর জন্য লালমনিরহাট জেলা রিপোর্টার্স ইউনিটের সক্রিয় সদস্য রাসেলকে হামলা ও হত্যার চেষ্টা করে। ২০ এপ্রিল, ২০২২ বুধবার রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত ১০ এপ্রিল দৈনিক লালমনিরহাটের সাংবাদিক রাসেল ইসলাম রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার। লালমনিরহাট সদর উপজেলার ভোলারচুড়া এলাকায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ‘প্রকাশ্যে জুয়া খেলার’ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরে ভোলারচৌড়া এলাকার আজাহার আলীর ছেলে মশিউর রহমান (২৮) ও একই এলাকার সুলতান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০) সাংবাদিক মোঃ রাসেল ইসলামকে ফোনে হুমকি দেয়। খবর ছড়িয়ে পড়লে মশিউর, রফিকুল ও শফিকুলসহ কয়েকজন সাংবাদিক রাসেলের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাসেল। আহত সাংবাদিক রাসেলকে ইন্দারপাড় বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাসেল লালমনিরহাট সদর হাসপাতালের সার্জারি বিভাগের ৩৮তম শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠন ও বাংলাদেশ ঐক্য জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়েছেন জেলা রিপোর্টার্স ইউনিটের সহ-সভাপতি মোঃ মিনহাজুল হক বাপ্পী। তিনি বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে এর আগেও প্রতারণাসহ বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণে সমাজে দিন দিন বেড়েই চলেছে নানা অনৈতিক কাজ। তাদের সঙ্গে স্থানীয় কয়েকজন জুয়াড়ি ও মাদকসেবী জড়িত থাকায় সুশীল সমাজেও নৈরাজ্য বাড়ছে। যেহেতু তাদের জুয়া খেলার টাকা নেই, তাই তাদের পক্ষে ডাকাতি করা সম্ভব। তিনি আরও বলেন, যেহেতু সরকার জুয়া ও মাদক ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, তাই সাংবাদিকরা সেই লক্ষ্য অর্জনে জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করছেন। দেশ ও দেশের জনগণের বৃহত্তর স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আইনের চোখে তাদের মুখোশ উন্মোচিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের আইনের চোখে মুখোশ খুলে দিয়ে দ্রুত আইনের আওতায় আনলে সমাজ থেকে এগুলো দ্রুত নির্মূল করা সম্ভব হবে।
এছাড়াও তিনি মোঃ রাসেল ইসলামকে জুয়াড়িদের হাত থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায় ইন্দারপাড় বাজারের সকলকে অভিনন্দন জানান।আপনি দুর্নীতির সন্ধানে বিভিন্ন অনলাইন এবং মিডিয়া আউটলেটগুলিতে বিশদ পাবেন। একই সঙ্গে লালমনিরহাটে মেহনতি সাংবাদিক রাসেলের ওপর হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৩ বার ভিউ হয়েছে