প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে পাবনা জাসাস এর নানা আয়োজন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তম এর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা জাসাস আয়োজিত অনুষ্ঠানে ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন ও স্মৃতিচারণ করা হয়। শহীদ জিয়াকে নিয়ে বুকলেট ও ফোল্ডার প্রকাশনা করে জেলা জাসাস ও ছবির গল্প।
প্রকাশনার মোড়ক উন্মোচন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনলাইনে লাইভ বক্তব্য শেষে এই মোড়ক উন্মোচন করেন তিনি।
তিনি বলেন, একটি রাজনৈতিক আদর্শের দল এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সংস্কৃতির উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড বৃদ্ধি করা প্রয়োজন। যত বেশি সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে রাজনৈতিক আদর্শ পৌছে দেয়া যাবে ততোই সফলতা আসবে। এ লক্ষে পাবনা জেলা জাসাস ভালো কাজ করছে এবং বেশ কিছু গুরুত্বপুর্ণ পদক্ষেপ নেয়ায় আমরা আশাবাদি। জাসাসের কর্মকান্ড আরও বড় পরিসরে নিয়মিত পরিচালনা করবার আহ্বান জানাই এবং সার্বক্ষণিক পাশে থাকার অঙ্গিকার করছি।
উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদ খন্দকার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা। সভাপতিত্ব করেন জেলা জাসাস এর আহ্বায়ক খালেদ হোসেন পরাগ। উপস্থাপনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব জুবায়ের খান প্রিন্স।
যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভুঁইয়ার কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। শুরুতেই সকলে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। কবিতা পাঠ করেন পাবনা পৌর বিএনপির সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠানে নবগঠিত জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ও জেলা মহিলা দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান।
শহীদ জিয়াকে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্মৃতিচারণ ভিডিও এবং ডকুমেন্টরি দেখে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ আবেগী ও মর্মাহত হোন।
প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব এই ভিডিও চিত্র দেখে বলেন, বাংলাদেশ এর প্রতি প্রেম এবং স্বাধীনতা, উন্নয়ন, আধুনিকতা, রাজনীতি সম্বন্ধে জানতে হলে এমন ভিডিও গুলো বেশি বেশি দেখা প্রয়োজন। জাসাসের প্রতি তিনি আহ্বান করেন যেন এমন ছবির গল্প ও ভিডিও চিত্র যেন সকল উপজেলা, ইউনিয়নের তৃণমূলে বেশি বেশি প্রচার করা হয়। পরিশেষে জাসাসের এমন তথ্যভিত্তিক গুরুত্বপুর্ণ আয়োজন সফল হওয়ায় সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ বলেন, দেশ গঠনে এবং বিএনপিকে জানতে জাসাস বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের পরিকল্পনা করছে। জাসাস নিয়মিত সুশৃঙ্খল, সৃজনশীল ও অর্থবহ প্রগ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে চেষ্টা করবে এবং ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে পাবনা জেলা জাসাস অগ্রণী ভুমিকা রাখবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.