শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে মাদারীপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনউদ্দিন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার, খামার ব্যবস্থাপক শারমিন আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আসলাম হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS