মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সমাপনী অনুষ্ঠান শুক্রবার আলোচনা সভা ও পুরস্কার বিতণের মধ্যদিয়ে শেষ হয়েছে।
এবছর নোয়াখালী জেলা পর্যায়ে মৎস্য পোনা উৎপাদনে শ্রেষ্ঠ চাষীর পুরস্কার পেয়েছেন সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের তাই থাই মৎস্য হ্যাচারীর মালিক মোঃ ইয়াহিয়া হারুন। এরআগে তিনি মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পোনা চাষী হিসাবে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পেয়েছিলেন।
সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের সমপানী ও পুরস্কার বিতরণ উপলক্ষে শুক্রবার বিকেলে নোয়াখালী শিল্পকলা একাডেমিতে নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহমেদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন।
এরছাড়াও সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ চৌধুরী। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌর সভার মেয়র আবু নাসের ভিপি দুলাল, নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলাম,খামারী আজিজুল হক
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.