
জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতির উদ্যোগে শ্রমিক নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার প্রদান

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমানের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর ও মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রামে শ্রমিক নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে ।
কুড়িগ্রাম জেলা শহরে শ্রমিক নেতা মোস্তাফিজার রহমানের নিজস্ব বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল শেষে শ্রমিক নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক, কুড়িগ্রাম সদর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম, শ্রমিক নেতা নুর আমিন মিলন, জয়নাল আবেদীন, মোজাম্মেল হোসেন, মজনু মিয়া, বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, খলিলুর রহমান, হামিদুল ইসলাম, নুরজামাল , বাবু মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে শ্রমিক নেতৃবৃন্দ নৈশভোজে মিলিত হয়।