
জাতীয় নাগরিক পার্টি এনসিপির অজ্ঞাতনামা দুই ডর্জন নেতা কর্মীর বিরুদ্ধে জিডি।।

সটাফ রিপোর্টার:
কাস্টোডিয়ান, মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শিবগঞ্জ, রাজিয়া সুলতানা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি জিডি করে যার নং-১২৯২। রাজিয়া সুলতানা (৪২), পিতা) আজমল হোসেন, মাতা মনোয়ারা বেগম, ঠিকানা (বর্তমান)-মহাস্থান জাদুঘর, জাহাজঘাটা প্রত্নস্থল, গ্রাম মহাস্থান, ইউনিয়ন রায়নগর।
সরকারি নির্দেশনা মোতাবেক পবিত্র রমজান মাসে মহাস্থান জাদুঘর ও প্রত্নস্থল সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৪ পর্যন্ত খোলা রাখার নিয়ম। গত মঙ্গলবার ২৫ মার্চ জাদুঘর, জাহাজঘাটা ও গোবিন্দভিটা প্রত্নস্থল খোলা ছিলো। জাহাজঘাটা বন্ধ হওয়া ৩০ মিনিট পর (বিকাল ৫ টা) জাতীয় নাগরিক পার্টি (NCP) এর পরিচয় দিয়ে একই তারিখ বিকাল ৫ টায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা বাক্তি জাহাজঘাটার মূল ফটকে আসেন। তাদের মধ্যে একজন আমাকে ফোন করে ও জাহাজঘাটা প্রবেশের অনুমতি চান যেহেতু জাদুঘর থেকে জাহাজঘাটা একটু দূরে তাই জাহাজঘাটা গেটের চাবি নিয়ে যেতে ৫ মিনিটের মতো সময় অতিবাহিত হয়। তালা খুলে দেয়া পর তারা ভিতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বারি মিয়াকে এলোপাথারিভাবে মারধর করে জখম করে। কিছু বুঝে ওঠার আগেই তারা স্থান ত্যাগ করেন এবং মোবাইলে আমাকে সহ মহাস্থান জাদুঘরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগনকে চাকুরিচ্যুত করাসহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন। এ বিষয়ে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শিবগঞ্জা, বগুড়ায় কর্মরত অনেকে অবগত আছে।