শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জাকের ভাই নাটকে সাংবাদিক  চরিত্রে এড. উত্তম

জাকের ভাই নাটকে সাংবাদিক  চরিত্রে এড. উত্তম

নিজস্ব সংবাদদাতা: এবার সাংবাদিক চরিত্রে অভিনয় করলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট উত্তম কুমার সবুজ। সম্প্রতি জনপ্রিয় অনলাইন মিডিয়া  চ্যানেল জিরো’র ধারাবাহিক পরিবেশনা‘‘জাকের ভাই ’’নাটকে অভিনয় করছেন তিনি।
উত্তম প্রযোজনা সংস্থা মিডিয়া ভিশনে নিয়মিত কাজ করে আসছেন। জাকের ভাই ছাড়াও তার অভিনীত নাটকের মধ্যে ‘জীবন ঘুড়ি ‘ন্যায় বিচারক,রুটি বাবা,অনুতপ্ত,গরীবের ঈদ,প্যারা,সন্তান,নানা-নাতি-৪২০,প্রিপেইড মিটারে  শংকা নয়,সেলফি,মানবতা,সতর্কতা বিশেষভাবে উল্লেখযোগ্য। উত্তম ৩ সন্তানের  জনক। তিনি কেবল একাই অভিনয় করেন না তার পরিবারের সবাই অভিনয়ের সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। এক কথায় তারা শিল্পী পরিবার হিসেবে সর্বত্রই  পরিচিতি লাভ করেছেন। উত্তম কুমার সবুজ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার বাসিন্দা। দক্ষতা রপ্ত করে উত্তম একজন দেশ খ্যাতিমান অভিনেতা হিসেবে নিজেকে নাট্যাঙ্গনে নিজেকে মেলে ধরতে চান।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS