প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২২, ৯:৪৮ পূর্বাহ্ণ
জলঢাকায় ৩টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ "কৃষিই কৃষ্টি - কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ৩ টি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলার ৩ জন কৃষকের হাতে ৫০% ভর্তুকি মূল্যে এসব মেশিনের চাবি তুলে দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না ও আহসান হাবীব প্রমুখ। এসময় উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ জানান, আসন্ন বোরো মৌসুমে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট মোকাবেলায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ করা হচ্ছে। এতে করে কৃষকদের অর্থ ও সময় কম লাগবে ধানও দ্রুত ঘরে উঠে। ২ লাখ ৮৩ হাজার টাকা মূল্যে প্রতিটি মেশিন উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সরবরাহ করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.