শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জলঢাকায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মমিনুর রহমান এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি দবির হুদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত আলম, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওসমান গনী, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, অভিভাবক  শাহাবুদ্দিন আহমেদ, হামিদুল হক, এবি প্রধান আব্দুর রাজ্জাকসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক সাইদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এসময় অধ্যক্ষ মমিনুর রহমান সহ সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ২৪ মে তিনি মাদরাসার কাজে ঢাকায় যান। সেখানে তিনি একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হোটেল কর্তৃপক্ষ দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে ২৭ মে কাজিরহাট তিনকদম এলাকার কবরস্থানে  তাকে দাফন করা হয়।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS