শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় লাভজনকভাবে ফল উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জলঢাকায় লাভজনকভাবে ফল উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ  নীলফামারীর জলঢাকা উপজেলায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় লাভজনকভাবে ফল উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক ২ দিনব্যাপী কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে  উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের সমাপনী দিনে সনদ ও উপকরণ বিতরন করেন বুড়িরহাট হর্টিকালচার ফার্মের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব। প্রশিক্ষণ পরিচালনা করেন উদ্দ্যান তত্ববিদ হেনা নাসরিন। প্রশিক্ষনে ফলে সমন্বিত কৃষি উন্নয়নের সহায়ক মাধ্যম, খাদ্য ও পুষ্টি বিষয়ে ধারনা এবং নিরাপদ খাদ্যের গুরুত্ব এবং বসত বাড়িতে সবজি ও ফল বাগান করার কৌশল, নিরাপদ সবজি ও ফল উৎপাদন ও সংরক্ষণের উপায় সম্পর্কে কৃষকরা জানতে পারেন। রংপুর হর্টিকালচার সেন্টার, ডিএই বুড়িরহাটের আয়োজনে নির্বাচিত ৩০ জন কৃষাণ কৃষাণী অংশগ্রহণ করে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS