শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

জলঢাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সন্ধায় পৌর শহরের অন্বেষা ভবনে উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোফাজ্জল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মহসিন আলী, আ’লীগ নেতা তোফায়েল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবলীগ নেতা শাহান কবীর শাহিনুর, সেলিম রেজা, খাদেমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার ও উপজেলা, পৌর আ’লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বক্তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বদলে যাওয়া উন্নয়নের কথা জনগনের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্বার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতাসহ দেশবাসীর  মঙ্গল কামনা করে দোয়া করা হয়। উপজেলা আ’লীগ এই কর্মসুচি পালন করে।
১৮ বার ভিউ হয়েছে
0Shares