
জলঢাকায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীর জলঢাকা উপজেলায় ২ শত ৮০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে হস্তান্তর করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় ৩২ হাজার ৯শত ৪ পরিবারের হাতে ঘরের চাবি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, ৩য় পর্যায়ে উপজেলার পৌরসভায় ১৬৪ জন, মিরগঞ্জে ৫৩ জন, গোলনায় ৫৪ ও ধর্মপাল ইউনিয়নে ৯জন ভূমিহীন ও গৃহহীন জমিসহ ঘর পেয়েছে। তিনি আরো জানান, ২ লাখ ৬৯ হাজার ৫ শত টাকা ব্যয়ে নির্মিত সেমি পাকা ঘর জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা প্রশাসন বাস্তবায়ন করেছে। এর আগে ১ম পর্যায়ে ১৪১ টি ও ২য় পর্যায়ে ৩শত গৃহহীন পরিবারকে জমি সহ ঘর প্রদান করা হয়।
৬ বার ভিউ হয়েছে