প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২২, ৪:৩৪ অপরাহ্ণ
জলঢাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় সুষ্ঠুভাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৪জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান প্রধান, ডাঃ ফিরোজ হাসান খান ও ইউএমটি-ইপিআই রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় ডাঃ আবু হাসান জানান, ৪ জুন থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এবারে উপজেলায় ৬ মাস থেকে ১ বছরের প্রায় ৬ হাজার শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের ৫১ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ২ শত ৮৯ টি কেন্দ্রে ৫ শত ৭৮ জন স্বেচ্ছাসেবক এই দায়িত্ব পালন করবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.