শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় বাল্যবিবাহের প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত 

জলঢাকায় বাল্যবিবাহের প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বাল্যবিবাহের অনুসন্ধান, ফলাফল পর্যালোচনা এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি মঞ্জুর আল খালেদ, উদয়াঙ্কুর সেবা সংস্থা পরিচালক আলাউদ্দিন আলী,  অপারেজয় বাংলাদেশ ঢাকার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, এস আই জাহাঙ্গীর আলম, ইউএসএস’র আইএসএফ প্রজেক্ট কো-অর্ডিনেটর জমিল,
অভিনন্দন সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কাঞ্চন রায় ও ইউএসএস’র আইএসএফ প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রহিম প্রমুখ। সংলাপে বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, ইমাম ও কাজিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এছাড়াও করোনাকালীন সময়ে দীর্ঘ সময় বাড়িতে অবস্থান, স্কুল বন্ধ, মোবাইলের ব্যবহার, অনৈতিক সম্পর্কে জড়ানো, পরিবারের আয় কমে যাওয়া ও যৌতুকের কারনে বাল্যবিবাহ বৃদ্ধি পায় বলে অনুসন্ধানে জানা যায়। এজন্য বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পারিবারিক কাউন্সিলিং, মেয়েদের স্বপ্ন তৈরি বা দেখানো, কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, যৌন হয়রানী বন্ধ,  সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করাসহ নানাবিধ সুপারিশ তুলে ধরেন বক্তারা। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে সংলাপে ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
১৯ বার ভিউ হয়েছে
0Shares