শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে খুটামারা ও ডাউয়াবাড়ী ইউনিয়ন সেমিফাইনালে   

জলঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপে খুটামারা ও ডাউয়াবাড়ী ইউনিয়ন সেমিফাইনালে   

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু  অনূর্ধ্ ১৭ বালক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় খুটামারা ইউনিয়ন ২–১ গোলে শৌলমারী ইউনিয়ন ফুটবল একাদশ কে ২য় খেলায় ডাউয়াবাড়ী ইউনিয়ন ১–০ গোলে ধর্মপাল ইউনিয়ন ফুটবল একাদশ কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। আগামীকাল শনিবার একই মাঠে জলঢাকা পৌরসভা গোলমুন্ডা ইউনিয়ন ফুটবল একাদশের মোকাবেলা করবে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  টুর্নামেন্টে পৌরসভাসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS