শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় প্রাথমিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন 

জলঢাকায় প্রাথমিক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার (১২ জুন) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পৌরসভা পর্যায়ের এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, প্রধান শিক্ষক আরজু বেগম, ময়না প্রমুখ। উদ্বোধনী দিনে দক্ষিণ চেরেঙ্গা সপ্রাবি ২–১ গোলে কাজিরহাট সপ্রাবি কে, সতিঘাট সপ্রাবি ২–১ গোলে জলঢাকা মডেল সপ্রাবি কে এবং আইডিয়াল পাড়া সপ্রাবি ওয়াকওভার পেয়ে বিজয়ী হয় পশ্চিম বগুলাগাড়ী সপ্রাবি’র বিরুদ্ধে। সদর ক্লাস্টারের আয়োজনে টুর্নামেন্টে ২৫ টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS