শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

জলঢাকায় পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ “সঠিক পুষ্টি, সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে  মুক্তিযোদ্ধা, চিকিৎসক, শিক্ষক, সমাজের সুশীল ও গন্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে পুষ্টির গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ হাসান খান, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও চিকিৎসা প্রযুক্তিবিদ (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) রাশেদুল ইসলাম প্রমুখ।
এসময় তিনি বলেন, গ্রামীণ সমাজে প্রচলিত খাদ্যের মাঝে অনেক পুষ্টি বিদ্যমান আছে। তাই মানুষকে জানাতে হবে সেসব পুষ্টির কথা। এজন্য তিনি সভায় উপস্থিত সকলকে পুষ্টি নিয়ে গ্রামীণ জনপদে আলোচনা করার আহবান জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ২৩ — ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS