শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় পাট চাষিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

জলঢাকায় পাট চাষিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আদর্শ পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার উদ্বোধন করেন পাট অধিদপ্তরের রংপুর বিভাগীয় সহকারী পরিচালক সোলায়মান আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, জেলা পাট কর্মকর্তা তৈবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার প্রমুখ। প্রশিক্ষণে স্বল্প খরচে গুনগত মানসম্পন্ন ভালো জাতের পাট বীজ, সার সংগ্রহ করার বিষয়ে ও দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের পাট চাষ সর্ম্পকে ধারনা প্রদান করা হয়। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন প্রকল্পের বাস্তবায়নে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় নীলফামারীর আয়োজনে কর্মশালায় ১শত ৫০ জন পাটচাষি অংশগ্রহণ করে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS