প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২২, ৩:৩৮ অপরাহ্ণ
জলঢাকায় পন্থাপাড়া মাদরাসার একাডেমিক ভবনের উদ্বোধন

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা'র ৪তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জলঢাকা পৌরসভায় অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এই ভবনের পাঠদানের জন্য আনুষ্ঠানিক উন্মুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারুন-অর-রশীদ, উপজেলা জাতিয়পাটির সাধারণ সম্পাদক ছাইদার রহমান বুলু, মাদরাসার সভাপতি দবির হুদা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত আলম, উপজেলা জাপা নেতা তাহমিদুর রহমান মিলন, বাবলুর রহমান, পৌর জাতিয়পাটির সভাপতি যাদু, সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, মাদরাসা কমিটির সদস্য এমদাদুল হক, ঠিকাদার মিঠু ও রফিকুল প্রমূখ। ভবন উদ্বোধন কালে এমপি রানা বলেন, বর্তমানে আমার সংসদীয় এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ ব্যপক উন্নয়ন কর্মযজ্ঞ সাধন করছি। এসময় তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৫ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মান করে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.