শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা   

জলঢাকায় নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা সভা   

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ “মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (২৮মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ হাসান খান। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মেজবাহর রহমান প্রধান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্কোর প্রজেক্ট ম্যানেজার ড. ওমর ফারুক, ল্যাম্ব স্কোর প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার রাউফুর রহমান বসুনিয়া, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার সাজেদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) রাশেদুল ইসলাম প্রমুখ। এসময় ডাঃ আবু তৈয়ব বলেন, নারী পুরুষের সমঅধিকার, শিক্ষার হার বৃদ্ধি করা এবংবাল্যবিবাহ রোধ করতে পারলেই নবজাতক এবং মাতৃমৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় চিকিৎসক, স্বাস্ব্যকর্মী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
১৮ বার ভিউ হয়েছে
0Shares