প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
জলঢাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, লবন, চিনি, তেল, ২ কেজি চিড়া ও ১প্যাকেট নুডলস তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক। এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা। এলক্ষে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, পৌরসভার ৬৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উদ্দোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.