শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন 

জলঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ শুরু হয়েছে । আজ বুধবার  সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও সহকারী শিক্ষক মিটুল চৌধুরী প্রমুখ। উপজেলা পর্যায়ে হামদ, নাত, সংগীত, উচ্চাঙ্গ সংগীত, জারিগান, নৃত্য, বাংলা, কবিতা আবৃত্তি ও ইংরেজি বিতর্ক এবং রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতা ১৯ মে পর্যন্ত উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS