প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২২, ৬:০০ অপরাহ্ণ
জলঢাকায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় প্রধানমন্ত্রী কর্তৃক ভুমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কার্যলয়ে এই প্রেস ব্রিফিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, অধ্যাক্ষ আবেদ আলী, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় ইউএনও জানান, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে খুটামারা ইউনিয়নে ৫৯টি, কৈমারি ইউনিয়নে ৪০টি ও গোলনা ইউনিয়নে একটি ঘর বরাদ্দ দেওয়া হবে। বৃস্হপতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করবেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.